নিজস্ব প্রতিবেদন:  'একুশের নির্বাচনের প্রচারে লোক পাবে না তৃণমূল।' পুরুলিয়ায় (Purulia) রোড শো-এর আগেই বিস্ফোরক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, 'মধ্যরাতে গণনায় কারচুপি করেছে TMC। কীভাবে পঞ্চায়েতের ক্ষমতা দখল করেছে তৃণমূল, তা জানি।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুরানো মাটিতে নতুন রূপে! মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) জনসভার আগে এবার পুরুলিয়ায় (Purulia) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন পুরুলিয়ার কাশীপুরের (Cossipur) ন'পাড়া এলাকা থেকে একটি হুডখোলা জিপে চেপে রোড-শো-এ অংশ নেন তিনি। রোড-শো শেষে কাশীপুরে মোড়ে হবে সভা। উল্লেখ্য়, পুরুলিয়া যে এলাকায় গিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari), সেই এলাকা একসময়ে তৃণমূলের (TMC) গড় হিসেবে পরিচিত। বস্তুত, শুভেন্দু নিজেও একসময়ে জঙ্গলমহলে শাসকদলের পর্যবেক্ষক ছিলেন। কিন্তু ঘটনা হল, গত লোকসভা ভোটে এই জঙ্গলমহলে কার্যত সাফ হয়ে গিয়েছে তৃণমূল (TMC)। সবকটি আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি (BJP)। পুরুলিয়া থেকে বিপুল ভোটে জিতেছেন গেরুয়াশিবিরের প্রার্থী জ্যোর্তিময় সিং মাহাতো। দলবদলের পর এবার সেই পুরুলিয়াতে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিলেন শুভেন্দু। জনসভায় কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলে।


আরও পড়ুন: BJP-তে ফের প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল, দলীয় কর্মীকে মারধর নেতার!


তখনও কাশীপুরের ন'পাড়া এলাকা থেকে বিজেপি রোড শো শুরু হয়নি। Zee ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শুভেন্দু অভিযোগ করেন,  'প্রশাসনকে ব্যবহার করে সন্ত্রাস চালাচ্ছে। মিথ্যে মামলা দিচ্ছে। আমি জানি এগুলো। খুব নিন্দনীয় ঘটনা। গত ভোটে মানুষ দুহাত তুলে পদ্মফুলে ভোট দিয়েছেন। আগামীতেও দেবেন। মানুষ এখানকার বিধায়ককে দূরে সরিয়ে দিয়েছেন। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ পর্যন্ত নিজের লোককে বসিয়ে রেখেছেন বিধায়ক। আদর্শ নির্বাচনী বিধি চালু হলে বিধায়ক হয়তো প্রচারে বেরতে পারেন, কিন্তু তাঁর প্রচারে কোনও লোক থাকবে না।'


আরও পড়ুন: বুকে 'BJP-র ব্যাজ', Nandigram-এ বোমা-সহ যুবককে আটক করল পুলিস


উল্লেখ্য, ১৮ জানুয়ারি নন্দীগ্রামের তেখালি বাজারে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন অর্থাৎ ১৯ তারিখ খেজুরিতে পাল্টা জনসভা করার ঘোষণা করেছেন শুভেন্দু। সেদিন আবার পুরুলিয়ায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তার আগেই সেখানে জনসভা সেরে নিলেন শুভেন্দু।