নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু অধিকারীর জন্য জেড-ক্যাটেগরির নিরাপত্তা ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক। বুলেট প্রুফ গাড়ি পাচ্ছেন শুভেন্দু। আজ, শুক্রবার এই ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞেরা মনে করছেন, খুবই তাৎপর্যপূর্ণ এই ঘোষণা। শুভেন্দুকে নিয়ে গত এক মাস ধরেই রাজ-রাজনীতি উথালপাথাল। তিনি বহুদিন ধরেই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করছেন বলে খবর। তবে সেটা পরিষ্কার হয়ে যায়, যখন একে একে বিভিন্ন পদ থেকে সরে দাঁড়ান। শেষ পর্যায়ে বিধানসভায় গিয়ে তিনি ইস্তফাপত্র জমা দেওয়ার পরেই তৃণমূলের সঙ্গে তাঁর বিচ্ছেদ পাকাপাকি হয়ে যায়। 


এখনও শুভেন্দু বিজেপিতে যোগ দেননি। এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শুভেন্দুর জন্য জেড ক্যাটেগরি নিরাপত্তা ঘোষণা করল-- এটা খুবই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল।   


also read: Suvendu দল ছাড়তেই জেলায় জেলায় পদত্যাগের হিড়িক TMC নেতৃত্বের