নিজস্ব প্রতিবেদন: রাজ্যে বিভিন্ন মামলায় শাসক দলের একাধিক নেতাকে তলব করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। কয়েকদিন আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে টানা জেরা করে ইডি। এবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্ত নিয়েই প্রশ্ন তুলে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার দলীয় বৈঠকে যোগ দিতে মেদিনীপুরে এসেছিলেন সূর্যকান্ত। সেখানেই এক সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন সূর্যকান্ত মিশ্র। তাঁর প্রশ্ন, অনেককে ইডি-সিবিআই ডাকছে, ডাকুক। কিন্তু যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, বিধানসভার নেতা হয়েছেন তাঁকে কেন ডাকা হচ্ছে না?


আরও পড়ুন- Durga Puja 2021: ভিন রাজ্যে বাজবে 'বাংলার ঢাক', লক্ষ্মীলাভের আশায় শেষ মুহুর্তের প্রস্তুতিতে ঢাকিরা


শুভেন্দুকে আক্রমণের পাশাপাশি সিবিআইয়ের সমালোচনাও করেন সূর্যকান্ত। নারদা-সারদা মামলার কথা উল্লেখ না করেও সিপিএম রাজ্য সম্পাদক বলেন, সাত বছর ধরে এক একটা মামলার তদন্ত হচ্ছে। সিবিআই কোনও রিপোর্ট দিতে পারছে না। তার পর এখন বেছে বেছে ডাকা হচ্ছে। যাঁরা কেলেঙ্কারির সঙ্গে জড়িতে তাদের সবাইকে ডাকতে হবে। তা তিনি মুখ্যমন্ত্রী হলেও ডাকতে হবে, বিরোধী দলনেতা হলেও ডাকতে হবে।


ভবানীপুরের উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট নিয়েও মুখ খোলেন সূর্যকান্ত। বলেন, যখন নির্বাচন হয় তখন বোঝাপড়া, জোট, ফ্রন্টের বিষয় থাকে। নির্বাচন মিটে গেলে সেসব থাকে না। ভবানীপুর সহ যে কটা আসনে নির্বাচন হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে আমাদের বোঝাপড়া যেমন ছিল তেমনই থাকছে। তবে কংগ্রেস কোথাও প্রার্থী না দিলে আমরা সেখানে প্রার্থী দেব, তৃণমূলকে ছেড়ে দেওয়া যায় না।


আরও পড়ুন- Kolkata: 'অগ্নি নির্বাপন ব্যবস্থাই নেই', গার্ডেনরিচ অগ্নিকাণ্ড প্রসঙ্গে তোপ দমকলমন্ত্রীর


রাজ্যে বাম ভোট ব্যাঙ্কে ধস নিয়ে সূর্যকান্ত বলেন, পঞ্চায়েত ভোটের আগে আমাদের পার্টি ছেড়ে কেউ বিজেপিতে যায়নি। মানুষ মনে করছে তৃণমূলকে আটকাতে বিজেপিকে মদত দিতে হবে, তাই গিয়েছে। আবার আগের ভোটে মানুষ মনে করেছে বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দেওয়া প্রয়োজন, তবে এটা পার্টির কথা নয়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)