গ্রেফতার Suvendu-র ঘনিষ্ঠ আরমান ভোলা-সহ ৩, উদ্ধার অস্ত্র ও গুলি
রাজ্যে এ পর্যন্ত ৩ হাজারের বেশি মিথ্যা মামলা হয়েছে বলে দাবি শুভেন্দুর (Suvendu Adhikari) ।
নিজস্ব প্রতিবেদন: বেআইনি অস্ত্র মামলায় গ্রেফতার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘনিষ্ঠ আরমান ভোলা-সহ ৩ জন। শেখ আমির ওরফে আরমান ভোলা ছাড়া ধৃতদের মধ্যে রয়েছে অরুণাভ কুইটে এবং আরও একজন। হলদিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি।
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অত্যন্ত ঘনিষ্ঠ শেখ আমির ওরফে আরমান ভোলা। হলদিয়ায় তাঁর সমস্ত সভা-সমাবেশ আয়োজনের দায়িত্ব তাঁর উপরে থাকত বলে খবর। তমলুক থানায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। রবিবার গভীর রাতে সোনা পাটিয়া টোলপ্লাজা দিয়ে যাওয়ার সময় আরমান ভোলা-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিস।
রাজভবন থেকে বেরিয়ে এ দিন সাংবাদমাধ্যমে বিরোধী দলনেতা বলেন,''রাজ্যে এ পর্যন্ত ৩ হাজারের বেশি মিথ্যা মামলা হয়েছে। সব মামলার তথ্য জোগাড় করছি। জনপ্রতিনিধি হিসেবে উচ্চ আদালতের শরণাপন্ন হব। এর সিবিআই তদন্ত হওয়া দরকার। কার নির্দেশে মামলা দেওয়া হচ্ছে খুঁজে বের করতে হবে। দায়িত্ব নিয়ে বলছি ৯০ শতাংশ সাজানো মামলা। ভয় দেখিয়ে রোখা যাবে না। এগুলি করে কিছু করা যায় না।''
আরও পড়ুন- বাস-ট্রেন বন্ধ, খুলছে শপিংমল ও বেসরকারি অফিস, ১ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধ