নিজস্ব প্রতিবেদন: আজ বারুইপুরে সভা করবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়। থাকবেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তাঁদের উপস্থিতিতেই বারুইপুরের সভায় বিজেপিতে যোগ দিতে চলেছেন বিধায়ক দীপক হালদার। সোমবার তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন ডায়মন্ডহারবারের বিধায়ক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেশ কিছুদিন 'বেসুরো' ছিলেন তিনি। বিগত কয়েকদিন দলীয় কোনও কর্মসূচিতে দেখা যায়নি দীপক হালদারকে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাতেই উপস্থিত থাকতে দেখা যায়নি তাঁকে। দায়সারাভাবে আমন্ত্রণের অভিযোগ এনেছিলেন দীপক। ঘাসফুল ছেড়ে তিনিও হয়তো এবার পদ্মফুলে নাম লেখাচ্ছেন। এই জল্পনাটাই সত্যি হতে চলেছে এবার।


আরও পড়ুন:  অর্থপেডিকে বেড নেই, মেডিসিন বিভাগে ফেলে রাখার অভিযোগ, SSKMএ বিনা চিকিৎসার মৃত্যু রোগীর


উল্লেখ্য,  শুভেন্দু অধিকারীর সভার আগে উত্তেজনা তৈরি হয় বারুইপুরে। বিজেপির যোগদান মেলা ও জনসভাকে ঘিরে বারুইপুর এলাকাকে বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছিল। আর সেই অনুষ্ঠান শুরুর আগেই বিজেপির পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। 


বারুইপুর পৌর এলাকার ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে বিজেপির পতাকা ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোথাও বা ঝোপের মধ্যে কোথাও বা খালে আবার কোথাও বা রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে কয়েকশ পতাকা। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার শাসক দলের।