দেবব্রত ঘোষ: ডাউন কাটিহার এক্সপ্রেসে উদ্ধার তবলা বাদকের রক্তাক্ত দেহ। তবলা বাদকের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃতের নাম সৌমিত্র চট্টোপাধ্য়ায়। কাটিহার এক্সপ্রেসের প্রতিবন্ধী কামরা থেকে উদ্ধার হয় দেহ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বালির বাসিন্দা সৌমিত্র চট্টোপাধ্যায় কাটিহার রামকৃষ্ণ মিশনের অবসরপ্রাপ্ত তবলা শিক্ষক। এই ঘটনার পর ট্রেনে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের লোকজন। স্ত্রী রীনা চট্টোপাধ্যায় বলেন, প্রতি মাসে কাটিহারে যেতেন তাঁর স্বামী। সেখানে অনেক ছাত্র রয়েছে তাঁর। তাঁদের তালিম দিতে যেতেন। বিশেষভাবে সক্ষম ছিলেন সৌমিত্রবাবু। 


এখন ফেরার দিন রাত থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। সুইচ অফ ছিল মোবাইল। পরের দিন হাওড়া জি আর পি থেকে খবর পেয়ে ছুটে যান বাড়ির লোকজন। গিয়ে দেখেন দেহের ক্ষতবিক্ষত অবস্থা। পরিবার মনে করছে, খুন করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্য়ায়কে। প্রশ্ন তুলেছেন প্রতিবন্ধী কামরায় কেনও কোনও নিরাপত্তা নেই? যাত্রী সুরক্ষা কোথায়?


আরও পড়ুন, Victoria Memorial: সাতসকালে এ কী হল ভিক্টোরিয়ায়? কেন দ্রুত খালি করে দেওয়া হল মেমোরিয়াল গ্রাউন্ড? কেন বন্ধ টিকিট কাউন্টার?



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)