নিজস্ব প্রতিবেদন:  জয়নগর থানার মহিষমারি ঘুটের মোড় থেকে একটি তক্ষক উদ্ধার হল।  যার আনুমানিক মূল্য প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পঞ্চায়েত উপপ্রধানের বাবাকে লক্ষ্য করে গুলি, বোমা


জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে  ঘুটের মোড়ে একটি তক্ষক কেনাবেচার জন্য কয়েকজন হাজির হয়েছে। সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে । ততক্ষনে দুস্কৃতিরা পুলিশ আসার খবর পেয়ে তক্ষক ফেলে রেখে পালিয়ে যায় ।



ঘটনাস্থল থেকে পুলিশ খাঁচায় ভরা তক্ষকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং বনদফতরকে খবর দেয় । পাশাপাশি ওই এলাকায় পাচারকারিদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস ।  মঙ্গলবার বন দফতরের হাতে তক্ষকটি তুলে দেন জয়নগর থানার আইসি শান্তনু বসু । বনকর্মী স্বপন ভাণ্ডারি জানান , প্রায় দেড়শ গ্রাম ওজনের এই তক্ষকটিকে সোনারপুর পাখিরালয়ে রাখা হবে ।