নিজস্ব প্রতিবেদন: একুশের নির্বাচনে নজরে মতুয়া ভোট। আজ রানাঘাটে মমতার বন্দ্যোপাধ্যায়ের সভা। হারানো জমি পুনরুদ্ধারে কী বার্তা দেবেন তৃণমূল নেত্রী? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। দলনেত্রীর সভায় কানায় কানায় মাঠ ভরিয়ে শক্তি জাহির করতে চাইছে তৃণমূল। তবে মূল নজর মতুয়া ভোটের দিকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আগে থেকেই মমতার পাশে ছিল মতুয়া প্রভাবিত রানাঘাট। কিন্তু ১৯-এর লোকসভা ভোটে ঘাসফুলের ঘাঁটিতেই পদ্ম ফোঁটায় গেরুয়া শিবির। গত লোকসভা ভোটের নিরিখে রানাঘাটের সাতটি বিধানসভা আসনের মধ্যে ছটিতেই এগিয়ে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রের অবস্থানে মতুয়া সমাজের একটা বড় অংশই অসন্তুষ্ট। সেই সুযোগেই মতুয়া পাড়ার হারানো জমি পুনরুদ্ধার করতে তত্পর তৃণমূল শিবির। 


একুশের বিধানসভা ভোটে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে মতুয়া ভোট। ঘর গোছাতে তাই ডিসেম্বরের শুরুতেই উত্তর ২৪ পরগনায় বনগাঁর গোপালনগর হাইস্কুলের মাঠে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে  বঙ্গ সফরে এসে মতুয়া বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছেন অমিত শাহ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সভা দিয়ে আবাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তৃণমূল।