নিজস্ব প্রতিবেদন : টাকা চুরির অভিযোগে এক কিশোরকে লাইটপোস্টে বেঁধে চলল গণধোলাই। পরে খবর পেয়ে নিগৃহীতা কিশোরকে উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, আমার নামেই সমস্যা, মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগেই বিস্ফোরক ফিরহাদ


জলপাইগুড়ি ডেংগুয়াঝাড় এলাকায় মিন্টু দে নামে এক ব্যক্তির মুদির দোকান রয়েছে। এদিন দুপুরে মিন্টু দে দোকান ফাঁকা ফেলে রেখে অন্য দোকানে যায়। অভিযোগ, সেই সময়ই ওই কিশোর তাঁর দোকানে চুরি করতে ঢোকে। তিনি ফিরে এসে দেখতে পান, দোকানের ভিতর থেকে এক কিশোর দৌড়ে পালাচ্ছে। ক্যাশবাক্স খোলা।


আরও পড়ুন, শান্তিপুরে বিষমদকাণ্ডে সাসপেন্ড আবগারি দফতরের ১১ জন


দৌড়ে গিয়ে ওই কিশোরকে জাপটে ধরে মিন্টু দে। তারপরই লাইটপোস্টে বেঁধে রেখে শুরু হয় গণধোলাই। বেধড়ক মারধর করা হয় ওই কিশোরকে। পরে  খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। নির্যাতিত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।


আরও পড়ুন, পুলিস কর্তার বাড়িতেই রোজ রাতে মধুচক্রের আসর!


পুলিস জানিয়েছে, ওই কিশোরের বাড়ি রাজগঞ্জের ভূতকি এলাকায়। দোকানের ক্যাশবাক্স থেকে টাকা চুরি করে সে। আর তারপরই পালাতে গিয়ে ধরে পড়ে যায়। কেন পুলিসকে প্রথমেই চুরির কথা জানানো হল না? প্রশ্নের উত্তরে দোকান মালিক মিন্টু দে-র সাফ দাবি, "হাতে নাকি অত সময় ছিল না!"