নিজস্ব প্রতিবেদন: বড়দিনে বড় প্রাপ্তি! কয়েকদিন ধরে রাজ্য জুড়ে শীতের আবেশ থাকলেও, ২৫ ডিসেম্বর পারদ নামল তরতরিয়ে । আজই মরশুমের শীতলতম দিন। সোমবার কলকাতার তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার রাত থেকেই টের পাওয়া ‌যাচ্ছিল যে সান্তাক্লজ, জিঙ্গল বেলের সঙ্গে আসছে শীতও। সকাল হতেই মিলে গেল সেই অনুমান। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় এদিন তাপমাত্র কমেছে বেশ খানিকটা। সোমবার সকালে ডায়মন্ড হারবারের তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি, দীঘায় ১৪.৪ ডিগ্রি, কৃষ্ণনগরে ১০.৬ ডিগ্রি, শ্রীনিকেতনে ১১.১ ডিগ্রি, বর্ধমানে ১৩.৮ ডিগ্রি এবং বাঁকুড়ায় ১৩.৩ ডিগ্রি।


স্বাভাবিকের থেকে তাপমাত্রা কম না হলেও শীত আসায় বেশ কিছুটা স্বস্তিতে রাজ্যবাসী। অন্যান্য বছরে রাজ্যের তাপমাত্রা আরও খানিকটা নেমে ‌যায়। এবার তা না হলেও গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কম। হাওয়া অফিসের খবর, আগামী কয়েকদিন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আশপাসে ঘোরাফেরা করবে।


আরও পড়ুন- বড়দিনের উপহার: নয়ডা-দিল্লি মেট্রো প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী, নিমন্ত্রিতই নন কেজরি!