নিজস্ব প্রতিবেদন: কয়েকদিন গরমের পর তাপমাত্রা নেমেছিল কিছুটা। গতকাল এক ধাক্কায় তা নেমে যায় ৩ ডিগ্রি। তবে পশ্চিমী ঝঞ্জার প্রভাবে বাধা পাচ্ছে শীত। এমনটা অবশ্য থাকবে না। এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-উপযুক্ত তথ্য না পাওয়ায় বিলে সই করেননি ধনখড়, রাজ্যকে জানাল রাজভবন


মঙ্গলবার তাপমাত্রা ১৬.৬ ডিগ্রিতে নেমে যাওয়ায় মনে হয়েছিল শীতের ব্যাটিং শুরু হল। কিন্তু আজ তা সামান্য বেড়ে হল ১৭ ডিগ্রি। অর্থাত্ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।



আরও পড়ুন-ঝাঁঝে চোখে জল নয়, কান্না আসবে এবার,কলকাতায় আরও বাড়ছে পেঁয়াজের দর   


ইতিমধ্যেই কাশ্মীরের তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নীচে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় তুষারপাত শুরু হয়েছে। তার একটা প্রভাব রাজ্যে পড়বে।  তাই শীত নিয়ে হতাশার কোনও কারণ নেই। ঝঞ্জার বাধা কাটলে রাজ্যে ঢুকবে হিমেল হাওয়া। জাঁকিয়ে পড়তে পারে শীত। তবে আগামী ২-৩ দিনের মধ্যে তাপমাত্রা নামতে পরে ১-২ ডিগ্রি। আর তার পর থেকে ক্রমশ নিম্নমুখী হবে পারদ। কুয়াশা থাকবে।