ঝাঁঝে চোখে জল নয়, কান্না আসবে এবার,কলকাতায় আরও বাড়ছে পেঁয়াজের দর

Dec 03, 2019, 23:44 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: গোটা দেশের চোখে জল এনে দিয়েছে পেঁয়াজের ক্রমবর্ধমান দরবৃদ্ধি। তবে কলকাতার নাগরিকদের কষ্ট আর একটু বাড়তে চলেছে। সেঞ্চুরির পর এবার দেড়শো ছুঁতে চলেছে পেঁয়াজ।   

2/6

বাজারে ইতিমধ্যেই পেঁয়াজ বিকোচ্ছে প্রতি কেজি ১১০ থেকে ১৩০ টাকায়। পাইকারি বাজারের দাম ইঙ্গিত দিচ্ছে, কলকাতায় পেঁয়াজের দর পৌঁছতে চলেছে ১৫০ টাকায়। 

3/6

নাসিকের পাইকারি বাজারে পেঁয়াজ বিকোচ্ছে প্রতি কেজি ৪০ টাকায়। সেটাই কলকাতায় পৌঁছলে অন্তত ১৩৫ টাকায় বিক্রি করতে হবে ব্যবসায়ীদের। 

4/6

কবে দাম কমবে? ব্যবসায়ীরা বলছেন, জানুয়ারির আগে সেই সম্ভাবনা নেই। জানুয়ারিতে বেঙ্গালুরু ও নাসিকের বাজারে আসবে নতুন পেঁয়াজ। 

5/6

সুফল বাংলা ও ভ্রাম্যমান গাড়িতে সস্তায় পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেখানে পেঁয়াজ বিকোচ্ছে কেজি প্রতি ৫৯ টাকায়। এর পাশাপাশি কালো বাজারি রুখতে চলছে টাস্কফোর্সের অভিযান।    

6/6

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রফতানি বন্ধ করেছে ভারত সরকার। ১.২ লক্ষ টন পেঁয়াজ বাইরে থেকে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, তুরস্ক থেকে ১১ হাজার টন আমদানির বরাত দিয়েছে কেন্দ্র।