নভেম্বরের শেষেও শীতের দেখা নেই।  ঠান্ডা তো দূরের কথা রাতে বেশ গরম ভাব। মঙ্গলবারের থেকে বুধবার তাপমাত্রা সামান্য কমেছে। মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি। বুধবার তাপমাত্রা কমে হল ১৯.৭ ডিগ্রি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ছ'বছর পর ভাড়া বাড়ছে কলকাতা মেট্রোর, কার্যত দ্বিগুণ হল ন্যূনতম ভাড়া


আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত কয়েকদিন তাপমাত্রা তেমনভাবে কমবে  না। সকালে সামান্য কুয়াশা থাকবে তবে বেলায় আকাশ সাফ হয়ে যাবে। সকাল-বিকেল থাকবে হালকা শীতের আমেজ। তবে তাপমাত্রা কমতে শুরু করবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ফলে বলা যেতে পারে শীত আসতে এখনও অন্তত পনেরো দিন বাকি।



আরও পড়ুন-রাজভবনে মুখ্যমন্ত্রীর জন্য চেয়ার ফাঁকা রেখে অনুষ্ঠান সারলেন রাজ্যপাল


এদিকে, শুক্রবারের পর আরব সাগর ও ভারত মহাসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরে উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়ায় বাধা আসতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা কমলেও স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে বেশি থাকারই সম্ভাবনা।