সাময়িক বিদায় শীতের, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দু থেকে তিন ডিগ্রি বাড়ছে তাপমাত্রা।
নিজস্ব প্রতিবেদন: বছরের শুরু থেকেই বাংলায় সাময়িক বিরতি নিচ্ছে ঠাণ্ডা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দু থেকে তিন ডিগ্রি বাড়ছে তাপমাত্রা। যদিও স্বাভাবিকের কাছেই থাকবে পারদ।
দফতর সূত্রে খবর, পশ্চিমের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও কলকাতা ও সংলগ্ন অঞ্চলে আকাশ পরিষ্কারই থাকবে। উত্তরবঙ্গে থাকবে ঘন কুয়াশা আগামী ৩ ও ৪ জানুয়ারি দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজ্য জুড়েই বজায় থাকবে শীতের আমেজ।