ভাঙা হল মুর্শিদাবাদকে, তৈরি হল ২ নতুন পুলিস জেলা

আইনশৃঙ্খলার উন্নতির কথা মাথায় রেখে দুভাগ করা হল মুর্শিদাবাদ জেলাকে। তৈরি হল দুটি পুলিসে জেলা। একটি হল মুর্শিদাবাদ এবং অন্যটি জঙ্গিপুর।

Reported By: সুতপা সেন | Updated By: Jan 1, 2020, 10:02 AM IST
ভাঙা হল মুর্শিদাবাদকে, তৈরি হল ২ নতুন পুলিস জেলা

নিজস্ব প্রতিবেদন: আইনশৃঙ্খলার উন্নতির কথা মাথায় রেখে দুভাগ করা হল মুর্শিদাবাদ জেলাকে। তৈরি হল দুটি পুলিসে জেলা। একটি হল মুর্শিদাবাদ এবং অন্যটি জঙ্গিপুর।

আরও পড়ুন-দুনিয়ার দরবারে ভারত, ২০১৯: চাঁদে বিক্রম, নোবেলে বিশ্বজয়

রাজ্য সরকারের তরফে এক নোটিস জারি করে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলা ভেঙে তৈরি করা হল মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। মুর্শিদাবাদ জেলার সদর হবে বহরমপুর ও জঙ্গিপুরের সদর হবে রঘুনাথগঞ্জ।

মুর্শিদাবাদ জেলাকে ভাঙা হল ৪টি সাব ডিভিশনে।  এগুলি হল মুর্শিদাবাদ সদর, মুর্শিদাবাদ, ডোমকল ও কান্দি। জঙ্গিপুরে থাকছে একটাই সাব ডিভিশন। সেটি হল জঙ্গিপুর।  মুর্শিদাবাদ জেলার মধ্যে থাকছে ২৩টি থানা। জঙ্গিপুর জেলার মধ্যে থাকছে ৫টি থানা। সূত্রের খবর, মুর্শিদাবাদ পুলিস জেলার সুপারের দায়িত্বে আসছেন অজয় সিং।

আরও পড়ুন-নতুন বছরের প্রথম দিন থেকে বাড়ল ট্রেনের টিকিটের দাম

উল্লেখ্য, এদিনই মোট ৫৮ জন আইপিএসের পদোন্নতি করে তদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

.