রণয় তিওয়ারি: একের পর এক অগ্নিকাণ্ড শহরে। ফের রাতের শহরে আগুন। দমদম ক্যান্টনমেন্টের স্টেশন লাগোয়া একটি অস্থায়ী বাজারে গতকাল রাত আড়াইটে নাগাদ আগুন ধরে যায়। গায়ে গায়ে দোকান হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে শতাধিক দোকান। প্রাথমিকভাবে বাজারের কর্মীরাই আগুন নেভানোর কাজে হাত দেয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  ভোটের আগে রাজ্যে কালো টাকা না ঢোকে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে কড়া নির্দেশ কমিশনের


এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের নটি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। লকডাউনের কোপে এমনিতেই আর্থিক সংকট। তারওপর এই কোপে কার্যত সর্বস্বান্ত দোকানমালিকরা। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গিয়েছি বহু সামগ্রী। যদিও কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।