নিজস্ব প্রতিবেদন: ধুমধাম-আড়ম্বরে মাহেশের পরেই উঠে আসে গোপীবল্লভপুরের শ্রীপাট রথউত্সবের নাম। রাজ্যের অন্যতম প্রাচীন এই রথযাত্রা। কিন্তু এব ছর করোনা-বিপর্যয়ের প্রেক্ষিতে বাতিল হয়েছে সব আনন্দ আয়োজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত আরও ৪১৪, মৃতের সংখ্যা বেড়ে ৫৫৫


১৬২৫ সালে প্রথম গোপীবল্লভপুরের রথযাত্রার এই উত্সব শুরু হয়। এবার, ৩৯৬ তম বর্ষে নিয়মরক্ষার খাতিরে ছোট করে পুজো আচ্চা হবে। কিন্তু ভক্তসমাগম হবে না। আগে গোপীবল্লভপুর থেকে প্রায় ২ কিলোমিটার দূরের কাপাশিয়ার মাসির বাড়িতে যেত রথ। কিন্তু এবার মন্দির চত্বরেই একটা জায়গা চিহ্নিত করে সেখানেই চলবে পুজো।


শোনা যায়, স্বপ্নাদেশ পেয়ে রসিকা নন্দপ্রভুর শিষ্য পুরীর রাজা গজপতি লাঙ্গুলা নৃসিংহদেব পুরীর জগন্নাথ, সুভদ্রা,বলরাম দেবীমূর্তির নবকলেবরের সময় একই কাঠ দিয়ে গোপীবল্লভপুরের এই গোবিন্দ মন্দিরের বিগ্রহ নির্মাণ করান। শুধু বাংলা নয়, ওড়িশা, ঝাড়খণ্ড থেকেও কাতারে কাতারে মানুষ ফি-বছর এই উত্সবে যোগ দিতে আসেন। কিন্তু এবার, সব শুনশান। মন খারাপ গোপীবল্লভপুরের