নিজস্ব প্রতিবেদন:  মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ। নিগৃহীতা কিশোরী একজন জাতীয় স্তরের জিমন্যাস্ট। সোনারপুরের চৌহাতির ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ফেসবুকে অশালীন মন্তব্য করে পোস্ট প্রেমিকের, আত্মঘাতী তরুণী


সোমবার রাতে মায়ের সঙ্গে স্কুটিতে করে টিউশন পড়তে যান কিশোরী। অভিযোগ, রাস্তায় এলাকারই কয়েকজন যুবক তাদের পথ আটকে কিশোরীর শ্লীলতাহানি করে। নিগৃহীতার গলায় ওড়ানার ফাঁস দিয়ে টেনে নিয়ে যায়।  মায়ের সামনেই জঙ্গলে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন কিশোরীর মা-ও।  অভিযুক্তরা একথা অস্বীকার করেছে।


আরও পড়ুন: প্রেমের অভিনয়, মোটা টাকার লোভ দেখিয়ে গৃহবধূকে ফুঁসলিয়ে পাচার যুবকের


তাদের পাল্টা দাবি, কয়েকদিন আগে কিশোরীর দাদা তাদের লক্ষ্য করে ঢিল ছোঁড়ে। প্রতিবাদ করায় তাদের ওপর চড়াও হয় সে। সেই বিবাদের জেরেই এখন শ্লীলতাহানির অভিযোগ বলে দাবি ওই যুবকদের। দুপক্ষই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিসের ভূমিকায় ক্ষূব্ধ কিশোরীর পরিবার।