নিজস্ব প্রতিবেদন: নাড্ডার সফরের আগেই ফের উত্তপ্ত ভাটপাড়া। বাইশ নম্বর ওয়ার্ডের পুর প্রশাসকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। বিজেপির এক বিদায়ী কাউন্সিলর খুশবু নিসার বাড়িতে বোমাবাজি। বাড়ির কাছে পাওয়ার হাউজ মোড়েও চারটি বোমা পড়ে। আজ ব্যারাকপুরের ঘোষপাড়ায় বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করার কথা জেপি নাড্ডার। সে সংক্রান্ত পোস্টার, ব্যানার লাগাচ্ছিলেন বিজেপি নেতাকর্মীরা। অভিযোগ, সেসময়ই হামলা চালায় তৃণমূল ঘনিষ্ঠ একদল দুষ্কৃতী। চলে মারধর। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপিই তাদের মিছিলে হামলা চালায়। এক তৃণমূল কর্মীর মাথা মেরে মাথা দেওয়ার অভিযোগ করা হয়েছে। বাইশ নম্বর ওয়ার্ডে দলের পার্টি অফিসেও চলে বোমাবাজি। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে জগদ্দল থানার পুলিশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে ঘোষপাড়া দিয়ে বেরোনোর কথা রয়েছে পরিবর্তন যাত্রা। যাতে অনুমতী দেয়নি পুলিস। 


আরও পড়ুন: 'সোনার বাংলা গড়তে' দিনভর JP Nadda-র কর্মসূচি, কোথায় কখন?


বোমাবাজিতে দুই দলের তিন-চারজন জখম হয়েছে বলে খবর। আহতদের ২ জনকে ভর্তি করা হয়েছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। তবে দুই দলই হামলার অভিযোগ অস্বীকার করেছে।  প্রসঙ্গত, প্রথমে বারাকপুরে রথযাত্রা কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নাড্ডা। মসজিদ মোড় থেকে আনন্দপুরী মাঠ পর্যন্ত এই পরিবর্তন যাত্রা।