নিজস্ব প্রতিবেদন: কয়লা পাচার কাণ্ডে আরও কঠোর সিবিআই। পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় সিবিআই। লালাকে ঘোষিত অপরাধী হিসেবে আজ থেকে আসানসোল, জামুরিয়া, দুর্গাপুর-সহ বিভিন্ন জায়গায় পোস্টারিং শুরু। লালার সম্পত্তি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এ দিন অনুপ মাঝি হরফে লালার সল্টলেকের এএ ২৮১ নম্বর বাড়িতেও নোটিস টাঙিয়ে দেয় সিবিআই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন: কোভিড আবহে গঙ্গাসাগর মেলা, ১১০০ CCTVতে বাড়তি নজরদারি সাগর চত্বরে


লালাকে কয়লা পাচারকাণ্ডে তিন বার নোটিস দেওয়া সত্ত্বেও লালা অনুপস্থিত। জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এর আগে কয়লা পাচার কাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় তল্লাসি চালিয়েছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। লালার ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতেও তল্লাসি চালিয়েছে সিবিআই। 


উল্লেখ্য়, আসানসোলের নরসমুদা কোলিয়ারি সংলগ্ন এলাকায় কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত রত্নেশ্বর বর্মার বাড়িতেও নোটিস পাঠিয়েছে সিবিআই। এ দিন পুরুলিয়ার নিতুরিয়া অনুপ মাঝির বাড়িতে নোটিশ দেওয়ার পর আসানসোলের রত্নেশ্বরের বাড়িতে নোটিস দেয় সিবিআই আধিকারিকরা।


এর আগে কয়লা পাচার কাণ্ডের তদন্তে বড়সড় তল্লাসি চালায় সিবিআই। দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল-সহ দশটি জায়গায় তল্লাসি অভিযান করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ৭৫ জন অফিসার তল্লাসি চালান। বিনয় মিশ্র এবং অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতে একযোগে তল্লাসি চালাচ্ছিল সিবিআই। এর আগেও কয়লা পাচার কাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় তল্লাসি চালিয়েছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা।