নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশের আউড়িয়ার দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি। সমবেদনা জানিয়েছেন পরিযায়ী ভাইবোনদের পরিবারের প্রতি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকদের। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের আউড়িয়ায়। শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৪ জন শ্রমিকের মৃত্যু হয়। জখম হয়েছেন ৩৫ জন। তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, রাজস্থান থেকে ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গে নিজেদের বাড়ি ফিরছিলেন ওই শ্রমিকরা। 


আরও পড়ুন: আমফান মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, আজ সন্ধ্যাতেই রাজ্যে আসছে NDRF-এর দুই দল


দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান আইজি কানপুর মোহিত আগরওয়াল। কীভাবে দুর্ঘটনা ঘটল, দ্রুত তা জানিয়ে তাঁকে রিপোর্ট দিতে বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে মুজফফরনগরে সরকারি বাস ছজন শ্রমিককে পিষে দেয়। আউড়িয়ার দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু এক লক্ষ ও আহতদের পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।