নিজস্ব প্রতিবেদন: চিরকালই জনসংযোগে জোর দিয়েছেন তিনি। পথ চলতে গিয়ে কখনও চায়ের দোকানে নিজের হাতে চা তৈরি করেছেন, কখনও আবার সোজা পৌঁছে গিয়েছেন ঘিঞ্জি বস্তি এলাকায়। ফের একবার চেনা ছবি ধরা পড়ল। দার্জিলিংকে নিজের ঘর বলেই বরাবর উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতবার তিনি পাহাড় সফরে গিয়েছেন, ততবারই দেখা গিয়েছে কার্যত রাস্তায় নেমে জনসংযোগ সেরেছেন তিনি। সকলের কথা শুনেছেন। প্রয়োজনও মেটানোর চেষ্টা করেছেন। মঙ্গলবার ফের ধরা পড়ল সেই চেনা ছবিই। নিজের হাতে পথ চলতি শিশুকে পোলিও খাওয়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: অসমে নাম বাদ গোর্খাদের, CAA নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে উষ্মা 'ভীত' দার্জিলিংবাসীর


CAA  বিরোধী প্রচারে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামিকাল NRC-র প্রতিবাদে মিছিল দার্জিলিংয়ে। সবমিলিয়ে ব্যস্ততা তুঙ্গে। এরই মাঝে সফরের দ্বিতীয় দিনে সকাল সকাল পৌঁছে গেলেন চকবাজারে। ম্যালের মার্কেট চত্বর ঘুরে দেখলেন মমতা। মুখ্যমন্ত্রীকে দেখেই রাস্তায় ভিড় জমে যায়। দোকানিদের সঙ্গে কথা বলেন তিনি। জিনিসপত্রের দরদাম করেন। হঠাত্‍ই তাঁর নজরে যায় ছোট্ট শিশুর দিকে। 


আরও পড়ুন: দু-একদিনের মধ্যে বিধানসভায় আনা হবে CAA বিরোধী প্রস্তাব, ঘোষণা মুখ্যমন্ত্রীর


চলছে পোলিও সপ্তাহ। কাজেই পথচলতি ওই শিশুদের খেয়েছে কিনা জিজ্ঞেস করেন মুখ্যমন্ত্রী। খাওয়া হয়নি জেনে নিজেই উদ্যোগ নেন। তত্‍ক্ষনাত্‍ ফোন করেন ডেপুটি CMOHকে। ব্যবস্থা করা হয় তখনই। মুখ্যমন্ত্রী পোলি খাওয়ানোয় উত্‍সাহ বাড়াতে নিজেই এগিয়ে গেলেন পথশিশুদের পোলিও খাওয়াতে। নিজের হাতে শিশুটিকে পোলিও খাওয়ান তিনি।