দু-একদিনের মধ্যে বিধানসভায় আনা হবে CAA বিরোধী প্রস্তাব, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্য রাজ্যগুলিকেও জানানো হবে একই আর্জি। পাহাড় সফরের আগে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Jan 21, 2020, 10:56 AM IST
দু-একদিনের মধ্যে বিধানসভায় আনা হবে CAA বিরোধী প্রস্তাব, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: CAA-এর বিরোধিতায় এবার কোমর বেঁধে ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু-তিনদিনেই CAA বিরোধিতায় প্রস্তাব আনা হবে বিধানসভায়। সোমবার উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে বিমানবন্দরে এমনটাই জানিয়েছেন  মুখ্যমন্ত্রী। অন্য রাজ্যগুলিকেও জানানো হবে একই আর্জি। এদিনই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ভরসন্ধেয় দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে স্ত্রীকে কোপাল স্বামী

এ দিন শিলিগুড়ি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে মমতা বলেন, "নতুন নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে রাজ্য বিধানসভায় আমরা দু’-এক দিনের মধ্যেই প্রস্তাব গ্রহণ করব।" সূত্রের খবর, আগামী ২৭ জানুয়ারি বিধানসভায় এই প্রস্তাব পেশ হতে পারে। ইতিমধ্যেই আগে কেরল বিধানসভায় একই রকম প্রস্তাব পাশ করে বামেরা। পরে পঞ্জাবের কংগ্রেস সরকারও একই প্রস্তাব এনেছে।

এবার সেই পথেই হাঁটতে চলেছে এ রাজ্যের তৃণমূলও। শুরু থেকেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে এসেছে তৃণমূল। একাধিক বিরোধী মিছিলে হেঁটেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় একাধিক কর্মসূচিও হয়েছে। এবার এই বিরোধী প্রস্তাব পেশ করা হবে বিধানসভাতেও। জানিয়েছেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন: এখনই বিদায় নিচ্ছে না শীত, ফের নামবে পারদ, বাড়বে ঠান্ডা

.