নিজস্ব প্রতিবেদন: হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায় মৃত্যু মামলায় চার্জশিট দাখিল করল সিআইডি৷ মৃত বিধায়কের স্ত্রী চাঁদিমা রায়ের অভিযোগের ভিত্তিতে দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু নিয়ে হত্যার মামলা শুরু করে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 পরবর্তীতে এই মামলা  সিআইডি-এর হাতে তুলে দেয় রাজ্য সরকার। এরপরেই এক এক করে গ্রেফতার হয় দেবেন্দ্রনাথ রায়ের পকেট থেকে পাওয়া আত্মহত্যার জন্য দায়ী করা মালদা জেলার ২ ব্যাক্তি।
ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত করার পর শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আদালতে দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু মামলায় চার্জশিট দাখিল করে সিআইডি।


সূত্রে জানা গেছে, ওই মামলায় ধৃত নিলয় সিনহা,  মাবুদ আলির বিরুদ্ধে খুনের মামলার পরিবর্তে আত্মহত্যায় প্ররোচোনা,  প্রতারণা-সহ সম্মিলিত প্ররোচনার  মামলার ধারা লঘু করে আদালতে চার্জশিট দাখিল করেছে সিআইডি।


এবার NCB-র নিশানায় সারা আলি খান, উঠল চাঞ্চল্যকর অভিযোগ


ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে আইপিসি ৩০৬/৪২০/১২০বি ধারায় মামলা শুরু করেছে সিআইডি। এই ঘটনায় বিজেপি অথবা দেবেন্দ্রনাথ রায়ের পরিবারের কারোর কোনও মতামত এখনও পাওয়া যায় নি।