নিজস্ব প্রতিবেদন: হাইকোর্টের নির্দেশে খুলে গেল হুগলির চুঁচুড়ার বিনোদন পার্ক। অবৈধ কাজকর্মের অভিযোগ ওঠায় গত সেপ্টেম্বরে পার্কটি বন্ধ করে দেয় পুলিস। বেশ কয়েকজন পুরুষ ও মহিলা বোর্ডারসহ গ্রেফতার করা হয় বিনোদন পার্কের মালিককেও। কাজ হারান পার্কের অসংখ্য কর্মী। জামিন পাওয়ার পর ২১ সেপ্টেম্বর হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয় ব্যবসায়ী অভিজিত্‍ বিশ্বাস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছবি বিতর্কে বহিরাগত যোগ, 'ভুলের' জন্য ক্ষমা চাইতে ক্যাম্পাসে ৫ পড়ুয়া


তাঁর দাবি, তিনি ওই বিনোদন পার্কটি চালান। বুধবার শুনানি চলাকালীন মামলাকারির আইনজীবী কল্লোল মণ্ডল জানান, নারী পাচার ও দেহ ব্যবসা চালানোর অভিযোগে রিসোর্ট বা হোটেল বা পার্ক বন্ধ করতে পারে জেলাশাসক বা মহকুমা প্রশাসক। পুলিস সে কাজ করতে পারে না। এরপরই সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত পার্ক খোলার নির্দেশ দেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। অভিজিতবাবুকে  জানানো হয়, পার্কটি পাঁচ মাস বন্ধ থাকার জন্য তিনি ক্ষতিপূরণ দাবি করতে পারেন জেলা প্রশাসনের কাছে। গতকালই পুলিস পার্কটি খুলে দিয়েছে। অভিজিৎ বাবুর দাবি, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সম্মানহানি করে পার্কটিকে বন্ধ করা হয়েছিল। তবে একটি বিচারাধীন  মামলার রায় বেরলেই তিনি মানহানির মামলা করবেন পুলিসের বিরুদ্ধে।