নিজস্ব প্রতিবেদন: ভ্যাকসিন দিতে গিয়ে শিশুর অস্বাভাবিক মৃত্যু। গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। ঘটনাটি রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ির ঠিকনিভিটা গ্রামের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠিকনিভিটা গ্রামের বাসিন্দা সঞ্জয় রায়ের ১৮ মাসের যমজ সন্তান। তাদের টিকা দেওয়ার জন্য শুক্রবার  মান্তাদাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। দুটি শিশুকেই হাম ও  ভিটামিনের দুটো করে ভ্যাকসিন দেওয়া হয়।  ভ্যাকসিন দেওয়ার পরই সঞ্জয়ের এক সন্তান অসুস্থ হয়ে পড়়ে।  ভ্যাকসিন দেওয়ার সময়ে খুব জোরে শিশুটি কাঁদছিল বলেও দাবি তার বাবার।


আরও পড়ুন: মমতার ডাকে ব্রিগেডে তারকা সমাবেশ, নেত্রীর পাশে থাকছেন ২২ হেভিওয়েট, দেখুন একনজরে...


দুই সন্তানকে  নিয়েই বাড়ি ফিরে আসেন সঞ্জয় ও তাঁর স্ত্রী।  তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, ঘুমের মধ্যেই সঞ্জয়ের ওই সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ে।   ওই স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী প্রতিমা রায় জানান,  একই ভ্যাকসিন দুই শিশুকে দেওয়া হয়েছে।  এক  শিশুর  মৃত্যু কেন হল, তা জানা নেই।  বিষয়টি উচ্চ আধিকারিককে জানানো হয়েছে।


গজলডোবার মিলনপল্লি পুলিশ  ফাঁড়িতে  স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে অভিযোগ হয়েছে।  শিশুটির দেহ  ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।