নিজস্ব প্রতিবেদন: হাসপাতালে ভর্তি করা হল বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে  (Shovandev Chatterjee)। করোনা আক্রান্ত (Corona Positive) হয়েছিলেন দিন কয়েক আগেই। কিন্তু জ্বর না কমায় মঙ্গলবার হাসপাতালে ভর্তি করতে হল বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার দুপুরে তাঁকে উডল্যান্ড হাসপাতালের (Woodland Nursinghome) ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিকিৎসক সৌতিক পন্ডা (Sautik Panda ) এবং সপ্তর্ষি বসুর (Saptarshi Basu) অধীনে তিনি চিকিৎসাধীন। তাঁর সিটিস্ক্যান করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে আপাতত স্থিতিশীলই রয়েছেন বিদ্যুৎমন্ত্রী। নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, সোমবার থেকে অত্যাধিক দুর্বলতা ও গায়ে ব্যাথা বোধ করতে থাকেন তিনি। এরপরই উডল্যান্ডে ভর্তি করা হয় তাঁকে। 


আরও পড়ুন:  Modi-র আগমনে গাছ 'কাটা' ঘিরে সরগরম ডানলপ, পাল্টা বৃক্ষরোপণ TMC-র


গত ১৮ ফেব্রুয়ারি টুইটারে (Tweeter) তিনি লিখেছিলেন, 'আমি করোনায় আক্রান্ত। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছি। গত সাত দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে পরীক্ষা করিয়ে নিন।'