এবার সাধারণ রোগীদের দেখুন, রাজ্যের ডাক্তারদের নির্দেশ স্বাস্থ্য দফতরের
মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে ননকেভিড রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হোক কোভিড ডিউটিতে থাকা সংশ্লিষ্ট চিকিৎসকদের।
নিজস্ব প্রতিবেদন: কোভিড হাসপাতাল থেকে ননকোভিড হাসপাতালে চিকিৎসকদের স্থানান্তরিত করার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। কারণ, করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। খালি পড়ে রয়েছে হাসপাতালের বেড। সেখানে অতিরিক্ত ডাক্তারের প্রয়োজন নেই বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ক্রমশ বাড়ছে নন কোভিড রোগীর সংখ্যা।
করোনার জন্য অন্যান্য রোগের চিকিৎসা ব্যহত হয়েছিল। যন্ত্রণা ব্য়থা বেদনা নিয়ে ফিরে যেতে হয় বহু রোগীকে। কিন্তু, তখন করোনার ভয়বহতা এতটাই ছিল যে সম্পূর্ণ নজর ছিল কোভিড রোগীদের দিকে। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল চিকিৎসকদের একাংশ।
মেডিক্যাল কলেজ ও সাগরদত্ত কলেজের জুনিয়ার ডাক্তাররা করোনাকালে কোভিড ওয়ার্ডে বাইরে অন্যান্য বিল্ডিংয়ে নন কোভিড রোগীদের চিকিৎসা করার জন্য জোর দিয়েছিলেন। কিছু ক্ষেত্রে তাঁদের আন্দোলনের পথেও হাঁটতে দেখা যায়।
স্বাস্থ্যদফতর থেকে এদিন জানান হয়, প্রায় প্রতিদিনই কমছে, করোনা আক্রান্তের সংখ্যা। কমছে করোনা আক্রান্তের মৃত্যুও। এদিকে দিন দিন বাড়ছে নন কোভিড রোগীর চাপও। মঙ্গলবার এই মর্মে নির্দেশকা জারি করেছে স্বাস্থ্য দফতর। তাতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে ননকেভিড রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হোক কোভিড ডিউটিতে থাকা সংশ্লিষ্ট চিকিৎসকদের।