নিজস্ব প্রতিবেদন:  রাজ্যের ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষা ১১ জুলাই থেকে পিছিয়ে ১৭ জুলাই করেছে  জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এদিন ২৭১টি কেন্দ্রে  ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে এদিন স্পেশাল লোকাল ট্রেন চালানোর জন্য রেলের কাছে লিখিত আর্জি জানিয়েছে রাজ্য পরিবহন দফতর।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৭ জুলাই সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত চলবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। কিন্তু করোনা পরিস্থিতিতে মেট্রো ও ট্রেন বেশি চলছে না। বাইরে থেকে যাঁরা আসবে পরীক্ষা দিতে, তারা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, সে জন্যই শনিবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।‌


বুধবার রাজ্য প্রশাসনের তরফে কোভিড বিধিনিষেধ ৩০ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।  যে নির্দেশিকায় লোকাল ট্রেন চলাচল আপাতত বন্ধই থাকছে। এমনকী সপ্তাহে পাঁচদিন (সোম-শুক্র) ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রো। শনিবার সেই সংখ্যা আরও কম রাখা হবে। তাহলে পরীক্ষার্থীরা কীভাবে পৌঁছবে পরীক্ষা কেন্দ্রে? চিন্তায় পরীক্ষার্থী থেকে অভিভাবক এবং শিক্ষকরা।  


জয়েন্ট বোর্ড ইতিমধ্যেই রাজ্য পরিবহণ দফতর, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল এবং মেট্রো কর্তৃপক্ষের কাছে ১৭ জুলাই দিনভর বিশেষ পরিষেবার বন্দোবস্ত করার আর্জি জানিয়েছে।