নিজস্ব প্রতিবেদন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ৩ দিন বন্ধ দক্ষিণ কলকাতার দুর্গাপুর ব্রিজ। মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকবে। এই সময়ে ঘুরপথে চলবে গাড়ি। এই দুর্গাপুর সেতুর মাধ্যমেই দক্ষিণ কলকাতার সঙ্গে সংযোগ গোটা শহরের। মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর ওই সেতুই ভরসা হয়ে দাঁড়িয়েছিল সাধারণ মানুষের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুর্গাপুর সেতু বন্ধ হলে, সে ক্ষেত্রে নবনির্মিত জয় হিন্দ সেতুই ফরসা হয়ে দাঁড়াবে। তবে ২৩ থেকে ২৬ জানুয়ারির মধ্যে একমাত্র সোমবার ছাড়া বাকি দিনগুলিতে যেহেতু ছুটি, তাই তেমন যানজট তৈরি হবে না বলেই মনে করছে কেএমডিএ। স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাত ১১টা থেকে বন্ধ থাকছে দুর্গাপুর ব্রিজ। আগামী ২৬ জানুয়ারি মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত। বিকেল পাঁচটা পর্যন্ত দক্ষিণ কলকাতার সেই গুরুত্বপূর্ণ সেতুতে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে যান চলাচল। 


আরও পড়ুন: 'সমবায়ী হিসেবে একটি পরিচয় আছে' এগরাতে কো-অপারেটিভের পদ বিতর্কে সরব Suvendu


২০১৮ সালের সেপ্টেম্বরে মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পর দক্ষিণ কলকাতায় যান চলাচলের ক্ষেত্রে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছিল দুর্গাপুর ব্রিজ। মাঝেরহাট ব্রিজ দিয়ে যে গাড়িগুলি চলাচল করত, তার অধিকাংশ দুর্গাপুর ব্রিজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে টানা দু'বছর অতিরিক্ত ভার বইতে হয়েছে নিউ আলিপুর এবং চেতলার মধ্যে সংযোগকারী ব্রিজকে। সেই সময় ব্রিজের কোনও ক্ষতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে স্বাস্থ্য পরীক্ষার । তার ফলে তিনদিন যান চলাচল বন্ধ রেখে দুর্গাপুর ব্রিজের ভারবহন ক্ষমতা পরীক্ষা করে দেখা হবে।