Bengal Weather Update: উত্তর থেকে দক্ষিণ নামছে পারদ! সপ্তাহ শুরু থেকেই রাজ্যে জাঁকিয়ে পড়বে শীত?
Bengal Weather Update: নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে কোমোরিন এলাকা পর্যন্ত।
অয়ন ঘোষাল: জমিয়ে শীতের আমেজ রাজ্যে। কলকাতায় রাতের পারদ ১৭ এর ঘরে। কলকাতায় দিনের পারদ ২৮ থেকে নেমে ২৬ এর ঘরে। বিকেল থেকে ভোর পর্যন্ত শীতের আমেজ। রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা।
সিস্টেম
নতুন করে উত্তর-পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে কোমোরিন এলাকা পর্যন্ত। পূর্ব বাংলাদেশের রয়েছে আরো একটি ঘূনাবর্ত। বঙ্গোপসাগরের নিম্নচাপ সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। ২৭ তারিখ এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথা দাবি করছে কোনো কোনো আন্তর্জাতিক আবহাওয়া মডেল। এর অভিমুখ শ্রীলঙ্কা দ্বীপের কোনো একটি উপকূল।
ফিশারম্যান অ্যালার্ট
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। শ্রীলংকা ও তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গে
শীতের আমেজ বহাল। হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতে। সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম জেলাতে। এই সপ্তাহভর শীতের আমেজ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে রাতের তাপমাত্রা নামার সম্ভাবনা কম। দিনের তাপমাত্রা নামতে পারে কোনো কোনো জেলায়।
উত্তরবঙ্গ
সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি কোচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। সোমবার সকালের দিকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে।
কলকাতা
১৭ এর ঘরেই রইল রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা ২৮ এর ঘর থেকে নেমে এল ২৬ এর ঘরে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিস্কার আকাশ। মনোরম আবহাওয়া। বিকেল থেকে পরের দিন ভোর পর্যন্ত শীতের আমেজ। বেলা বাড়লে কিছুটা আর্দ্র অস্বস্তি। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম। আগামী ৪/৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি। স্বাভাবিকের থেকে কিছুটা কম। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি থেকে নেমে ২৬.৯ ডিগ্রি। স্বাভাবিকের থেকে প্রায় আড়াই ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯৭ শতাংশ।
ভিনরাজ্যে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা তামিলনাড়ু পন্ডিচেরি করাইকালে। সঙ্গে হালকা ঝড়ো হাওয়া। ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম কেরল মাহে ও রয়েলসীমাতে। ঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লি চন্ডিগড় হরিয়ানা হিমাচল প্রদেশ পাঞ্জাব উত্তরাখন্ড উত্তরপ্রদেশে।