নিজস্ব প্রতিবেদন: চন্দ্রকোণার লক্ষ্মীপুরে সমবায় সমিতিতে টাকা রেখে বিপাকে গ্রামবাসীরা। অভিযোগ, দরকারে টাকা তুলতে গেলে, বারবার ফেরিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের। কর্তৃপক্ষের বক্তব্যে দুর্নীতির ইঙ্গিত মিলেছে বলেই অভিযোগ গ্রামবাসীদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: SSKM-এর চিকিৎসক সেজে লক্ষাধিক টাকা প্রতারণা, গণধোলাই স্থানীয়দের


পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত। সেখানে বিতর্কের কেন্দ্রে মৌলা পরমানন্দপুর সমবায় সমিতি। বামুনিয়া, ধুলিয়াডাঙা, মৌলা, পরমানন্দপুর থেকে গ্রাহকরা আসছেন। কিন্তু দরকারের সময় টাকা তুলতে পারছেন না তাঁরা।  


আরও পড়ুন: কাজ দেওয়ার নামে ডেকে হাসপাতালে মহিলাদের যৌন হেনস্থা, ডেপুটি সুপারের কুকীর্তি ভাইরাল


কারও বাড়িতে বিয়ে। কারও গ্রামে বারোয়ারি পার্বণ। তাই টাকার দরকার। সমবায় সমিতিতে গচ্ছিত টাকা তুলতে গিয়ে গ্রামবাসী থেকে গ্রামকমিটি, হয়রান হচ্ছে সবাই। ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে ইতিমধ্যেই।


হিসেবে গরমিল যে আছে, অভিযোগকারীদের কথাতেই তা স্পষ্ট। মৌলা পরমানন্দপুর সমবায় সমিতির অফিস খোলা। কিন্তু আধিকারিকদের দেখা নেই। সমস্যা কবে মিটবে, তারও কোনও আশ্বাস মিলছে না।