নিজস্ব প্রতিবেদন: বেসরকারি বাস অমিল। সমস্যা মেটাতে কলকাতার রাস্তায় চলা শুরু করল উত্তরবঙ্গ পরিবহণ নিগমের বাস। ইতিমধ্যেই প্রায় ২৫টি বাস নেমেছে রাস্তায়। মঙ্গলবার থেকে সংখ্যাটা আরও বাড়বে বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, দিনহাটা, কোচবিহার-সহ একাধিক ডিপো থেকে এই বাস আনা হয়েছে। উল্টোডাঙা থেকে ধর্মতলা, নাগেরবাজার থেকে নবান্ন-সহ একাধিক রুটে চলবে এই বাস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পড়াতে এসে ছাত্রের সঙ্গে যৌনকর্ম! মোবাইল অন রেখে ভিডিয়ো করে ধরিয়ে দিল নাবালক


তবে এ ক্ষেত্রে যাত্রীদের সমস্যা মিটলেও সমস্যায় পড়েছেন চালকরা। হাইওয়েতে ঝড়ের গতিতে বাস চালিয়ে অভ্যাস, সেখানে মহানগরীর ট্রাফিকের নিয়ম কানুন তাঁদের কাছে নতুন। কলকাতার রাস্তাও খুব একটা চেনা নয়। পথ দেখাতে তাদের ভরসা হচ্ছেন যাত্রীরাই। 


আরও পড়ুন: করোনা যোদ্ধাদের কুর্নিশ! ডক্টরস ডে-তে স্বাস্থ্যকর্মীদের ছুটি ঘোষণা রাজ্যের


শুধু সরকারি ভর্তুকিতে বাস চালানো সম্ভব নয়। বাড়াতে হবে বাস ভাড়া। না হলে বাস নামানো সম্ভব নয়। বেসরকারি বাস মালিকদের এই হুঁশিয়ারি ছিলই। সেইমত সপ্তাহের শুরুতেই রাস্তায় অমিল বেসরকারি বাস। বাসস্ট্যান্ডে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে যাত্রীরা। তারপর হয়ত মিলছে দু-একটি বাস। বেসরকারি বাসের সংখ্যা হাতে গোনা । তবে সরকারি বাস চলছে। তাতে অবশ্য চাহিদা মিটছে না। ফলে ভোগান্তি চলছেই।