নিজস্ব প্রতিবেদন: বাড়ছে সুস্থতা। তবে, এখনও বাগে আসছে না কোভিড সংক্রমণ। রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩ হাজার ১০৭ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১লক্ষ ৯০ হাজার ৬৩ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৩ জন। এনিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনার শিকার হয়েছেন ৩ হাজার ৭৩০ জন। ৯ সেপ্টেম্বরের হিসেব অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে করোনায় সক্রিয় কেসের সংখ্যা ২৩ হাজার ৩৪১। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: শহরকে আরও নিরাপদ করতে রাতে নজরদারি বাড়াচ্ছে কলকাতা পুলিস


পাশাপাশি, আশা জাগাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায়  করোনামুক্ত ২ হাজার ৯৬৭ জন। এখনও পর্যন্ত সেরে উঠেছেন ১ লক্ষ ৬৩ হাজার জন। এই মুহুর্তে রাজ্যে রাজ্যে সুস্থতার হার ৮৫.৭৬ শতাংশ। উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। শহরে মোট আক্রান্তের সংখ্যা ৪৪,৪৭৬ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১,৪২৮ জনের। 


পাশাপাশি কলকাতার চেয়ে দৈনিক সংক্রমণ বেশি উত্তর ২৪ পরগনায়। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭০ জন এ নিয়ে উত্তর ২৪ পরগনায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯,৪৩৮জন। মৃত্যু হয়েছে ৮৪২ জনের। অন্যদিকে হাওড়ায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া ১৪,৫৬৭ জন।