নিজস্ব প্রতিবেদন: আনলক-৪ এর প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। জারি সপ্তাহিক লকডাউনও। এরই মাঝে  করোনা পরিস্থিতির দিকেও নজর রয়েছে রাজ্যবাসীর। সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,৯৭৮ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১,৭৪,৬৫৯ জন। ৪সেপ্টেম্বর অনুযায়ী রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৩,৬৫৪। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মেট্রোয় উঠতে আগে থেকে বুক করতে হবে স্লট, ই-পাস নিয়ে তবেই পাতাল প্রবেশের অনুমতি


এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১,৪৭,৫৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,৩০৫ জন। উল্লেখ্য ইতিমধ্যেই বেড়েছে করোনা টেস্টের সংখ্যা। 
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮জন। এ নিয়ে করোায় প্রাণ হারিয়েছেন মোট ৩,৪৫২ জন। তবে এ ক্ষেত্রে উল্লেখ্য রাজ্য়বসীকে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার ৮৪.৪৮ শতাংশ।