নিজস্ব প্রতিবেদন:  চলতি মাসে জলপাইগুড়িতে আরও বাড়বে করোনা আক্রান্তের সংখ্যা। এমনটাই আশঙ্কা করছে স্বাস্থ্য দফতর। বেড়ে চলা করোনা মোকাবিলায় এবার আদা জল খেয়ে নামতে চলেছে স্বাস্থ্য দফতর। আরও দ্রুত রিপোর্ট পেতে জলপাইগুড়িতে চালু হতে যাচ্ছে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে করোনার রিপোর্ট প্রদান। রবিবার আসছে কিট।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 আগামি সপ্তাহের গোঁড়ার দিকে শুরু হবে অ্যান্টিজেনের মাধ্যমে করোনা পরীক্ষা। ৩০ মিনিটে মিলবে করোনার রিপোর্ট। করোনা মোকাবিলায় একমাত্র উপায় আরও বেশি মাত্রায় করোনা পরীক্ষা করা এবং আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া। কিন্তু দ্রুত চিকিৎসা দিতে গেলে রোগীদের দ্রুত রিপোর্ট চাই। সেই রিপোর্ট পেতে দেরি হচ্ছে।


আগে দেখা যাচ্ছিল, রোগীর সোয়াব নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠিয়ে তার রিপোর্ট আসতে প্রায় ১০ দিন মত লাগছিল। ফলে রিপোর্ট আসার আগেই সেই রোগী অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। পরে মেডিক্যাল কলেজে আরো উন্নত মেশিন বসে। এছাড়া আরও অন্যান্য জেলার ট্রুন্যাট মেশিন বসে যার ফলে চাপ কমে মেডিক্যাল কলেজে ল্যাবে। কিন্তু এখনও রিপোর্ট আসতে অন্তত দু দিন সময় লাগছে।
 ফলে সেই রোগী থেকে আরও অন্য মানুষের দেহে ভাইরাস ছড়িয়ে যাচ্ছে। যার ফল জলপাইগুড়ি জেলায় গত ১০ দিনে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ।

আরও পড়ুন: টায়ারের গোডাউনে বিধ্বংসী আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


গত দশ দিনে জলপাইগুড়ি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে তিনগুণে। আক্রান্তের হার কমাতে এবার উঠেপড়ে লাগল স্বাস্থ্য দফতর। এবং এই নিয়ে ইতিমধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর।