নিজস্ব প্রতিবেদন: পে ব্যান্ড ২ থেকে পে ব্যান্ড ৩-এ উন্নীত হলেন রাজ্য সরকারি প্রাথমিক শিক্ষকরা। আজ রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এরফলে প্রশিক্ষিত শিক্ষকরা এতদিন গ্রেড পে পেতেন ২৬০০ টাকা, এখন তা বেড়ে হল ৩৬০০ টাকা। অপ্রশিক্ষিত শিক্ষকরা এতদিন গ্রেড পে পেতেন ২৩০০ টাকা এখন তা বেড়ে হল ২৯০০টাকা। প্রাথমিক শিক্ষকদের দাবি ছিল, গ্রেড পে বাড়িয়ে ৪২০০ টাকা করার। যদিও তা পূরণ না হলেও, প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ল। এদিন বিজ্ঞপ্তি জারি হওয়ার পর অনশন তুললেন বিক্ষোভকারীরা।


 



এলপিজি কেলেঙ্কারিতে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিহিংসার অভিযোগ বিজেপির


উল্লেখ্য, বর্তমানে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের বেতন কাঠামো ৫,৪০০-২৫,২০০। গ্রেড পে-২,৩০০/২,৬০০। অন্যান্য রাজ্যের তুলনায় যা অনেকটাই কম। এই বেতন বৈষম্য দূর করতেই প্রাথমিক শিক্ষকরা অনশনে বসেন। গ্রেড পে বাড়িয়ে ৪২০০ করার দাবি করেছিলেন অনশনকারীরা। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের জন্য নতুন প্রমোশন পলিসি আনছে সরকার। সেক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে প্রমোশন দিয়ে প্রাইমারি থেকে আপার প্রাইমারি স্তরে উন্নীত করা হবে শিক্ষক-শিক্ষিকাদের।