নিজস্ব প্রতিবেদন: গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের তোড়জোড় শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। এই মুহূর্তে রাজ্যের ৩২২৯টি গ্রাম পঞ্চায়েতে অস্থায়ী কর্মী রয়েছেন প্রায় ১৫ হাজার। তঁদের মধ্যে যাঁরা দুবছর হা তার বেশি সময় ধরে কর্মরত, তাঁদের আগামী অর্থবর্ষ থেকে প্রবেশনারি পিরিয়ডে রাখা হবে। সেই এক বছর ভাল করে কাজ করলে, কাজের নিরিখে স্থায়ীকরণের লক্ষ্যে পরীক্ষায় বসতে পারবেন অস্থায়ী কর্মীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


তবে সেই স্থায়ীকরণের পরীক্ষায় পাশ করতে না পারলে আরও একবছর প্রবেশনারি পিরিয়ডে থাকার সুযোগও দেওয়া হবে ওই অস্থায়ী কর্মীদের। আপাতত গ্রাম পঞ্চায়েত লেভেলের সহায়ক, নির্মাণ সহায়ক, এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত অস্থায়ী কর্মীদের তালিকা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ। আগামী অর্থবর্ষ থেকেই কার্যকর হবে এই প্রক্রিয়া। পঞ্চায়েত দফতরের আর্জি মেনেই এই স্থায়ীকরণের উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 


আরও পড়ুন: বাংলায় CAA প্রচারে মুখ রাহুল, তৃণমূলকে 'অনুসরণ' করে ক্লাবকে কাছে টানার নীতি বিজেপির