নিজস্ব প্রতিবেদন: করোনা আবহেই সমস্ত বিধিনিষেধ মেনে খুলছে সুন্দরবন টাইগার রিজার্ভ। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই একাধিক বিধিনিষেধ থাকবে প্রবেশ পথে। সরকার প্রদত্ত সমস্ত বিধিনিষেধ মেনে তবেই মিলবে প্রবেশের অনুমতি। প্রয়োজনে বাতিলও হতে পারে ভ্রমণ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  রাজ্যে করোনার প্রকোপ অব্যাহত! গত ১ দিনে নতুন করে সংক্রমিত ৩,১৮২; মৃত ৬২


সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টে প্রবেশে কী কী নিয়ম, রইল


* অফলাইন নয়, সমস্ত টিকিট বুক করতে হবে অনলাইনে
* কোনও ক্যাম্প, ওয়াচ টাওয়ার, জেটিতে কোনও পর্যটককে প্রবেশ করতে দেওয়া হবে না। 
* সূর্যদোয় থেকে সূর্যাস্তের মধ্যে পর্যটকরা পার্কে প্রবেশ করতে পারবেন
* ১০-এর কম এবং ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তির ক্ষেত্রে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। 
* মাস্ক, স্যানিটাইজার এবং সোশ্যাল ডিস্ট্যানসিং মেনেই ভিতরে প্রবেশ করা যাবে।
* সোশ্যাল ডিস্ট্যান্সিং-এর কথা মাথায় রেখে পর্যটক প্রবেশ ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হবে। 
* যে কোনও ক্ষেত্রে কৃর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। 


উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত নিয়ম মেনেই পর্যটন চালু করা হচ্ছে বলে জানানো হয়েছে।