নিজস্ব প্রতিবেদন : স্কুলের পরিচালন কমিটির সঙ্গে শিক্ষকদের বাদানুবাদকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোসাবার রাঙাবেলিয়া হাই স্কুল। পরিচালন কমিটির সঙ্গে শিক্ষকদের গন্ডগোল শুরু হলে, শিক্ষকদের পাশে এসে দাঁড়ায় ছাত্র-ছাত্রীরাও। পরিস্থিতি সামাল দিতে পুলিস লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনার জেরে বেশ কয়েকজন ছাত্র ছাত্রী আহত হয়েছে। যদিও লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বুধবার দক্ষিণ ২৪ পরগণার গোসাবার রাঙাবেলিয়া হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে পরিচালন কমিটির প্রতিনিধিদের প্রথমে গন্ডগোল শুরু হয়। এরপর পরিচালন কমিটির সঙ্গে বাদানুবাদ শুরু হলে ছাত্র ছাত্রীরা শিক্ষকদের পাশে দাঁড়ায়। এরপর পড়ুয়ারা বিক্ষোভ দেখায় পঞ্চায়েত অফিসের সামনে। শুরু হয় ব্যাপক গণ্ডগোল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে গোসাবা থানার পুলিস। এমনকী ছাত্র ছাত্রীদের ওপর লাঠি চালায় পুলিস, এমন অভিযোগও উঠেছে। যার জেরে, বেশ কয়েকজন ছাত্র ছাত্রী আহত হয়েছে। তাদেরকে গোসাবা ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।পুলিস অবশ্য লাঠিচার্জের অবিযোগ অস্বীকার করেছে।


আরও পড়়ুন - এবার ভারি যান চলাচলে নিষেধাজ্ঞা এম বি রোড ও ফিডার রোডে