এবার ভারি যান চলাচলে নিষেধাজ্ঞা এম বি রোড ও ফিডার রোডে

সোদপুর রোড ও বারাকপুর রোডে ভারি যান বিশেষ করে লরি চলাচল বন্ধ থাকায় এম.বি রোড দিয়ে লরি চালানো হতো।

Updated By: Sep 26, 2019, 07:43 AM IST
এবার ভারি যান চলাচলে নিষেধাজ্ঞা এম বি রোড ও ফিডার রোডে

নিজস্ব প্রতিবেদন : এবার এম.বি রোড ও ফিডার রোডে ভারি যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। সোদপুর রোড এবং বারাকপুর রোড বন্ধ থাকায় এম বি রোড দিয়ে লরি চালানো হত। বেহাল দশা বেলঘরিয়া ব্রিজেরও। এলাকায় একের পর এক দুর্ঘটনার জেরে বুধবার সন্ধ্যা থেকেই বন্ধ করে দেওয়া হল এই রাস্তা।

বিরাটি যশোর রোড থেকে বিটি রোড পর্যন্ত দুটো রাস্তা রয়েছে এম.বি রোড এবং ফিডার রোড। এই দুই রাস্তার মাঝে পড়ে বেলঘরিয়া ব্রিজ। সোদপুর রোড ও বারাকপুর রোডে ভারি যান বিশেষ করে লরি চলাচল বন্ধ থাকায় এম.বি রোড দিয়ে লরি চালানো হতো। এদিকে বেলঘরিয়া ব্রিজ এর বেহাল দশা তাই কল্যাণী রোডের সঙ্গে যুক্ত এম বি রোড দিয়েই লরি চালানো হত। স্থানীয় সাংসদ এবং বারাকপুর পুলিস কমিশনারেটে লরি চলাচল বন্ধের জন্য আবেদন করে স্থানীয়রা। তাই দুর্ঘটনাপ্রবণ এলাকা হওয়ায় বিষয়টি খতিয়ে দেখে এম বি রোড ও ফিডার রোডে ভারি যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিস সূত্রে খবর।  

আরও পড়ুন - বাড়ানো হল নতুন রেশন কার্ড তৈরি ও ভুল সংশোধনের সময়সীমা, ডেবরায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

.