অয়ন ঘোষাল: আজ এই মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। দিন ও রাতের তাপমাত্রায় বড়সড় পতন। কলকাতায় রাতের তাপমাত্রা লাফ দিয়ে নামল ১৩ এর ঘরে। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা নামল ১০ এর নিচে। লাফিয়ে নামল দিনের তাপমাত্রাও। জাঁকিয়ে শীতের প্রথম ইনিংস শুরু রাজ্যে। ইনিংস স্থায়ী হবে অন্ততঃ ৫ থেকে ৬ দিন। শনি রবিবার আরও পারদ পতনের ইঙ্গিত। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। ঘুনাবর্ত রয়েছে আসামে। আরো একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bankura: মিড ডে মিলে ম্যাজিক! কচিকাঁচাদের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে স্কুলক্যাম্পাসেই কিচেন গার্ডেন...


দক্ষিণবঙ্গে


জাঁকিয়ে শীতের প্রথম ইনিংস শুরু। শুরুতেই ভেলকি শীতের। পশ্চিমাঞ্চলের পারদ ১০ এর নিচে। গাঙ্গেয় বঙ্গের পারদ ১১ থেকে ১৪ এর মধ্যে। উত্তর পশ্চিম ভারতে শৈত্য প্রবাহ। সেই কনকনে শীতল হাওয়া ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে বইছে বঙ্গে। ফলে শুধু রাত নয়, দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কোথাও ৪ কথাও ৫ ডিগ্রি পর্যন্ত কম। শনি রবি আরও পারদ পতনের পূর্বাভাস। হালকা থেকে মাঝারি কুয়াশা বেশিরভাগ জেলাতে সকালের দিকে। ঘন কুয়াশার সতর্কবার্তা তিন জেলায়। খুব ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা। সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলা থেকে। দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। নদিয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি জেলাতেও দু এক জায়গায় মাঝারি কুয়াশা। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা।


উত্তরবঙ্গ


ঘন কুয়াশার দাপটে সড়ক চলাচল ও বিমান চলাচলে ব্যাহত হওয়ার সম্ভাবনা। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। চার জেলাতে ঘন কুয়াশা। বাকি চার জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দু এক জায়গায়। অতি ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গের চার জেলাতে। দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কুয়াশার সতর্কবার্তা। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে। দু এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। 


কলকাতা


সোমবার রাতে ১৮.৩


মঙ্গলবার রাতে ১৬.২


বুধবার রাতে ১৩.৮


অর্থাৎ ৭২ ঘণ্টায় ৫ ডিগ্রির বেশি পারদ পতন। 


আজ এই মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। রাতের পাশাপাশি কাল দিনের তাপমাত্রায় লক্ষ্যনীয় পতন। তবে আজ সামান্য হলেও দিনের তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত। আপাতত ৫ থেকে ৬ দিন রাতের তাপমাত্রা বৃদ্ধির শঙ্কা নেই। উল্টে শনিবার তা আরও নামার ইঙ্গিত। 


কলকাতার তাপমান


রাতের তাপমাত্রা ১৬.২ থেকে নেমে ১৩.৮ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় আড়াই ডিগ্রি কম। গতকাল দিনের তাপমাত্রা ২৫.৪ থেকে নেমে ২৩.২ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৬ শতাংশ। 


ভিনরাজ্যে


শৈত্য প্রবাহের সতর্কতা জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখন্ড পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি রাজস্থান উত্তরপ্রদেশ সৌরাষ্ট্র কচ্ছ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা তামিলনাডু পন্ডিচেরি কড়াই কালে। ঘন কুয়াশার দাপট হিমাচল প্রদেশ উত্তর প্রদেশ বিহার ঝাড়খন্ড সিকিম আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)