তথাগত চক্রবর্তী | মনোরঞ্জন মিশ্র: অবশেষে জঙ্গলে ফিরে গিয়েছে বাঘ। উত্তর বৈকুন্ঠপুর সংলগ্ন জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে আজমলমারিরের গভীর জঙ্গলে বাঘ ফিরে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্য বনআধিকারিক নিশা গোস্বামী। সোমবার কিশোরী মোহনপুর এলাকায় বাঘের ছাপ দেখতে পায় এলাকার বাসিন্দারা। তারপর দক্ষিন বৈকুন্ঠপুর সংলগ্ন জঙ্গলে বাঘের উপস্থিতি টের পাওয়া যায়। সেই জঙ্গল বনদপ্তরের কর্মীরা জাল দিয়ে ঘিরলেও সেখান থেকে পালিয়ে যায় বাঘ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Malda: মালদায় তৃণমূল কাউন্সিলর খুনের নেপথ্যে দলেরই নেতা! তদন্তে চাঞ্চল্যকর মোড়...


প্রায় দেড় কিলোমিটার দূরে উত্তর বৈকুন্ঠপুর সংলগ্ন জঙ্গলে অবস্থান করে। এই জঙ্গলে বাঘের উপস্থিতি টের পেয়ে জঙ্গল ঘেরার কাজ করে বনদপ্তর। জঙ্গলে খাঁচাও পাতা হয়। টোপ হিসেবে ছাগলও রাখা হয়। সন্ধ্যে থেকে বাঘকে গভীর জঙ্গলে ফিরিয়ে দিতে একাধিকবার শব্দবাজির সাহায্য নেওয়া হয়। নদীতে ভাটা ছিল। তখনই বাঘ নদী পেরিয়ে চলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। আজ সকালে জলপথে ও জালঘেরা অংশে তল্লাশি চালিয়ে বাঘের হদিস পাওয়া যায়নি। তবে উত্তর বৈকুন্ঠপুরের জঙ্গল থেকে বেরিয়ে আজমলমারির জঙ্গলে ফিরে যাওয়ার বাঘের ছাপ পাওয়া গিয়েছে। যা দেখে বনদপ্তর নিশ্চিত যে বাঘ গভীর জঙ্গলে ফিরে গিয়েছে।


কিন্তু অন্যদিকে ঝাড়খণ্ডের দলমা পাহাড়ের জঙ্গলে আশ্রয় নিয়েছে বাঘ। রাতভর বাঘের আতঙ্ককে সঙ্গে করে রাত কাটালো দলমা পাহাড় সংলগ্ন গ্রামের বাসিন্দারা। গতকাল পুরুলিয়া ঝাড়খন্ড সীমান্ত এলাকার ঝাড়খন্ডের চান্ডিল লাগোয়া বালিডি জঙ্গল ছেড়ে রয়্যাল বেঙ্গল টাইগার দলমা পাহাড়ের জঙ্গলে পৌঁছে গিয়েছে। দলমা পাহাড় লাগোয়া চাষের জমিতে মিলেছে বাঘের পায়ের ছাপ । ঝাড়খন্ড বনদপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এলাকাবাসীদের জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 


চলছে মাইকিং প্রচার। এলাকায় মোতায়েন করা হয়েছে বনদপ্তরের একাধিক টিম। ওই বাঘকে বাঘে আনতে হিমশিম খাচ্ছে ঝাড়খণ্ডের বন বিভাগ । দলমা পাহাড় থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে বান্দোয়ানের সেই রাইকা জঙ্গল। উড়িষ্যার সিমলিপাল থেকে আসা জিনাত এক সপ্তাহ ধরে ওই রাইকা জঙ্গলেই আশ্রয় নিয়েছিল। ফলে জিনাতের পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আগে থেকেই তৎপর রয়েছে পুরুলিয়ার বন বিভাগ।


আরও পড়ুন: Bardhaman Cyber Fraud: মহারাষ্ট্রের তিলকনগর থানায় ১৭টি মামলা রয়েছে, ফোন পেয়ে দিশেহারা তিব্বতি বাবার আশ্রমের আশ্রমিক


সদ্য জিনাতের তাণ্ডব দেখে বাঘ-আতঙ্ককের কথা ভুলতে পারেননি বান্দোয়ান, মানবাজারের বাসিন্দারা। ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোঁওয়া বনবিভাগের চান্ডিল রেঞ্জ ও খুঁটি বনবিভাগের তামাড় রেঞ্জ সীমানায় প্রায় ১০-১৫ কিমি ব্যাসার্ধ জুড়ে বাঘের পায়ের ছাপ মিলেছে কদিন ধরেই। তার পরই ওই জঙ্গল-লাগোয়া এলাকায় জারি করা হয়েছে ১৮৯(৪) ধারা। বসানো হয়েছে একাধিক ট্র্যাপ ক্যামেরা। এলাকায় রাত-দিন চলছে মাইকিং ও প্রচার। এলাকাবাসীদের জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে। সরাইকেলা-খরসোঁওয়ার চান্ডিল বনাঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঝাড়খণ্ড বনবিভাগের অনুমান, বাঘ এসেছে পালামৌ থেকে!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)