Weather Today: বাড়বে তাপমাত্রা, আপাতত শহরে নেই বৃষ্টির সম্ভাবনা
শনিবারের পরে পরিস্থিতি বদল হবার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে ফের বৃষ্টির প্রবণতা বাড়বে Kolkata সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে।
নিজস্ব প্রতিবেদন: কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা আজ থেকে আগামী ৭২ ঘন্টা ঊর্ধ্বমুখি থাকবে। তাপমাত্রা বৃদ্ধির হার হবে ১ থেকে ২ ডিগ্রি। এরফলে গরম বেশি অনুভূত হবে বলে জানা গেছে।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানা গেছে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতায় বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি । রাতের তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি ।
বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে বলে জানা গেছে। পশ্চিমাঞ্চলের জেলায় এই বৃদ্ধির হার অপেক্ষাকৃত বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা প্রায় নেই।
আরও পড়ুন: Uttarkasi Accident: গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ! উত্তরকাশীতে ৫ বাঙালি অভিযাত্রীর মৃত্যু
মালদা ও দুই দিনাজপুর জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকা সহ বাকি জেলায় স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবারের পরে পরিস্থিতি বদল হবার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে ফের বৃষ্টির প্রবণতা বাড়বে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে।