COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সকাল সকাল গ্রামের জমিতে তাণ্ডব দাতাল হাতির। হাতির ভয়ে আঁটোসাঁটো গোটা গ্রাম। কৃষি জমির ওপর দিয়ে বেড়ায় সেই হাতি। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার  পশ্চিম ডামডিম এলাকায়। 


জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে স্থানীয় মানুষ ডামডিম চা বাগান এলাকার দিক থেকে এই বিশাল আকার হাতিটিকে পশ্চিম ডামডিমে আসতে দেখেন। এরপর গ্রামের মানুষজন নিজেরাই হাতি তাড়াতে ব্যস্ত হয়ে ওঠেন। বেশ কিছুক্ষণ কৃষি জমিতেই তাণ্ডব করে দাতাল হাতিটি। 


আরও পড়ুন: ফর্সা মেয়েকে সাক্ষী রেখে কালো মেয়েকে খুন করলেন মা


বহু চেষ্টার পর অবশেষে জঙ্গলে হাতিটিকে ফেরাতে সফল হয় গ্রামের মানুষ। জানা গিয়েছে, জঙ্গলটি তার দিয়ে ঘেরা রয়েছে। কিন্তু, এরই মধ্যে এলাকার কৃষি জমি নষ্ট হয়ে গিয়েছে। জানা গিয়েছে, গতকাল রাতে ভুট্টাবাড়ি জঙ্গল থেকে বেরিয়েছিল হাতিটি। বৃহস্পতিবার সকালের মধ্যেই গ্রামের মানুষেরাই তার ঘেরা জঙ্গলে ফেরায় হাতিটিকে।