চোরের `চেষ্টা` ব্যর্থ করে পাশের দোকানের সিসিটিভিতে ধরা পড়ল চুরি!
চুরি যাতে ধরা না পড়ে, সেই চেষ্টার কোনও কসুর রাখেনি চোর। প্রমাণ লোপাট করতে চোর ভেঙে দিয়েছিল দোকানের সিসিটিভি। কিন্তু শত চেষ্টাতেও ফল হল না। পাশের দোকানের সিসিটিভিতে ধরা পড়ল চুরির গোটা পর্যায়ক্রম। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের।
নিজস্ব প্রতিবেদন : চুরি যাতে ধরা না পড়ে, সেই চেষ্টার কোনও কসুর রাখেনি চোর। প্রমাণ লোপাট করতে চোর ভেঙে দিয়েছিল দোকানের সিসিটিভি। কিন্তু শত চেষ্টাতেও ফল হল না। পাশের দোকানের সিসিটিভিতে ধরা পড়ল চুরির গোটা পর্যায়ক্রম। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের।
শনিবার রাতে বারুইপুরের একটি সোনার দোকানে হানা দেয় চোরের দল। শাবল, গাঁইটি দিয়ে দীর্ঘক্ষণ ধরে শাটার ভাঙার চেষ্টা করা হয়। শেষে জানলার কাঁচ ভেঙে দোকানের ড্রয়ার থেকে সোনার গয়না নিয়ে চম্পট দেয় চোরের দল। এই পুরো ঘটনাটিই ধরা পড়েছে সোনার দোকানের পাশের দোকানের একটি সিসিটিভিতে।
আরও পড়ুন, দশে নামল পারদ, কুয়াশায় দুর্ভোগ দূরপাল্লার ট্রেনে
চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিস। সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার কাজ শুরু করেছে পুলিস।