নিজস্ব প্রতিবেদন: নদিয়ার পলাশিপাড়ায় বিধায়ক তাপস সাহার বাড়িতে চুরি।
শুক্রবার রাতে তেহট্টের কড়ুইগাছি বাড়ির একতলায় তাঁর অফিস ঘরের তালা ভেঙে চোরেরা লুঠপাট চালায়।  রাত আড়াইটে নাগাদ তাঁর বাড়িতে কারেন্ট চলে যায়। তখনই চুরি হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস জানিয়েছেন, বিধায়কের বাড়ির ঘরের তিন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। দুষ্কৃতীরা অত্যন্ত নিপুণভাবে দুটি ক্যামেরাকে ঢেকে ফেলে। প্রথমে পলিথিন দিয়ে তারউপর বস্তা চাপা দিয়ে সিসিটিভি ঢেকে দেয় তারা। এরপর 'অপারেশন' চালায়।
শনিবার সকালে অফিস খুলতে এলে বিধায়ক দেখেন, নীচের ঘর লণ্ডভণ্ড হয়ে রয়েছে। একটি সিসিটিভি ক্যামেরা দেখতে পায়নি, ফলে সেটায় ধরে পড়ে তাদের উপস্থিতি। দেখা যায়, এক ব্যক্তি গ্লাভস, মাস্ক পরে ঘরের আলমারি খুলে সব চুরি করছে। বিধায়কের কথায়, "জীবনের সর্বস্ব চলে গেল।"


আরও পড়ুন: বিজেপির নয়া সমীকরণ! দুই জেলায় নিয়ে আসা হল বাঙালি মুখ

বিধায়ক জানান, শুক্রবার থেকেই অফিসের একটি  চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে তিনি এ ব্যাপারে কাউকে সন্দেহ করছেন না। এটি কোন পাকা চোরের কাজ বলে তিনি মনে করেন। ঘটনাস্থলে যান তেহট্টে থানার আইসি এবং এসডিপি,ও।