বিজেপির নয়া সমীকরণ! দুই জেলায় নিয়ে আসা হল বাঙালি মুখ
তাই লোকসভা ভোটের পর থেকেই দাবি উঠেছিল কলকাতার জেলা সভাপতি দের দায়িত্বে আনা হোক বাঙালি মুখ। তেমন টাই হলো শেষমেশ। কলকাতার দুই জেলায় পরিবর্তন আনা হল।
নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটে কলকাতার জেলাগুলোতে হয়নি ভালো ফল। যেখানে রাজ্যে ১৮ টি আসন পেয়ে তৃণমূল কে চাপে ফেলেছিল বিজেপি সেখানে কলকাতার ফল অত্যন্ত শোচনীয় কেনো হলো তা অত্যন্ত ভাবিয়েছিল দিল্লির ভোট ম্যানেজার দের।
তাই লোকসভা ভোটের পর থেকেই দাবি উঠেছিল কলকাতার জেলা সভাপতি দের দায়িত্বে আনা হোক বাঙালি মুখ।
তেমন টাই হলো শেষমেশ। কলকাতার দুই জেলায় পরিবর্তন আনা হল।
নর্থ কলকাতায় দীনেশ পান্ডের জায়গায় নিয়ে আসা হলো দীর্ঘ দিনের কংগ্রেস নেতা শিবাজী সিংহ রায়কে। বছর খানেক আগে এই শিবাজী সিংহ তৃণমূলে যোগদান করেছিলেন।একদা সাধন পান্ডের ঘনিষ্ঠ শিবাজী মাস পাঁচেক আগে বিজেপিতে যোগদান করেছিলেন। সেই শিবাজিকেই দেওয়া হলো নর্থ কলকাতার দায়িত্বে।
এবার আসা যাক সাউথ কলকাতায়।সাউথ কলকাতার দায়িত্বে ছিলেন মোহন রাও। তার জায়গায় নিয়ে আসা হলো সোমনাথ ব্যানার্জি কে।সাউথ কলকাতার দুটি জেলা।সাউথ সুবার্বান ও সাউথ কলকাতা।সাউথ সাবার্বান এর দায়িত্বে থাকা সোমনাথ কেউ দেওয়া হলো দুই জেলার দায়িত্বে।
আরও পড়ুন: গায়ের জোরে সীমান্তে স্থিতাবস্থার বদল করতে চাইলে অভিঘাত অনিবার্য, চিনকে হুঁশিয়ারি ভারতের
মোহন রাও সম্পূর্ণ অবাঙালি পরিবারের সদস্য।প্রাক্তন সেনা কর্মী মোহন রাও সদ্য সাউথ কলকাতার অবজারভার সব্যসাচী দত্তর ও না-পাসন্দ ছিলেন। আধো বাংলা বলতে পারা মোহন মিশুকে নন তেমন টাও অভিযোগ। তাই অবশেষে সিদ্ধান্ত। দুই জেলার জেলা সভাপতি পদে আনা হল বাঙালি মুখ।