`গণতন্ত্রের উপর বুলডোজার চালানোর প্রবণতা তৈরি হয়েছে`, মানবাধিকার দিবসে টুইট মমতার
মমতা লিখলেন, রাজ্য মানবাধিকার রক্ষায় সচেষ্ট।
নিজস্ব প্রতিবেদন: মানবাধিকার দিবসে টুইট মুখ্যমন্ত্রীর। মমতা লিখলেন, রাজ্য মানবাধিকার রক্ষায় সচেষ্ট। বর্তমানে গণতন্ত্রের উপর বুলডোজার চালানোর একটা প্রবণতা তৈরি হয়েছে। মৌলিক অধিকার খণ্ডন করা হচ্ছে। মানুষের কণ্ঠস্বর রোধের চেষ্টা চলছে। গত সাড়ে ৯ বছরে রাজ্যে ১৯টি মানবাধিকার আদালত তৈরি হয়েছে। মানবাধিকার রক্ষায় একাধিকবার তিনি প্রতিবাদ এবং আন্দোলন করেছেন। এর ফলে রাজ্যে সালে মানবাধিকার কমিশন তৈরি হয়েছে।
আরও পড়ুন: নাড্ডার নিরাপত্তায় গাফিলতি, পুলিসের গা ছাড় মনোভাব! স্বরাষ্ট্রমন্ত্রিকে চিঠি দিলীপে
শুধু তাই নয়, কেন্দ্রের সাহায্য চেয়েও এদিন টুইট করেছেন মমতা। টুইটে তিনি লিখেছেন, করোনা মহামারী পরিস্থিতিতে মানুষ অর্থনৈতিকভাবে অকল্পনীয় সমস্যার সম্মুখীন। কেন্দ্র প্রত্যেক পরিযায়ী শ্রমিককে এককালীন ১০ হাজার টাকা সাহায্য দিক। সাহায্য করা হোক অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদেরও। এক্ষেত্রে পিএম-কেয়ার্স ফান্ড ব্যবহার করা যেতে পারে, টুইটে বার্তা মমতার।