অয়ন ঘোষাল: কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞানমন্ত্রক বা আলিপুর আবহাওয়া দফতর এখনও কোনও সতর্কতা জারি না করলেও, একটি মার্কিন বেসরকারি আবহাওয়া গবেষণা ইনস্টিটিউট জানাচ্ছে, বঙ্গোপসারে ফের মাথাচাড়া দিচ্ছে ঘূর্ণিঝড়ের প্রকোপ। আই মে-র নিম্নচাপ ক্রমে শক্তি বাড়িয়ে সমতলে ঘূর্ণিঝড় মোকা বা মোচা নামে আছড়ে পড়তে পারে বলে আগাম সতর্ক করেছে তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওড়িশার পাশাপাশি বাংলার উপরেও এর প্রভাব পড়তে পারে বলে জানা গিয়েছে। তাতে আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ওড়িশা সরকারের তরফে। মঙ্গলবারই এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।


আরও পড়ুন: Bengal Weather Today: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস


বঙ্গোপসাগরে এর আগেও একাধিক ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে। এর মধ্যে ২০১৯ সালের ফণী, ২০২০ সালের আমফান, ২০২১ সালের ইয়াসও ছিল। ঘূর্ণিঝড় ফণীর সঙ্গে 'মোকা'র মিল থাকতে পারে ধরে নিয়েই আগাম সতর্কতামুলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার থেকেই কন্ট্রোল রুম খোলা হয়েছে ভুবনেশ্বরে।


ছয় মে নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তা সাত মে শক্তি বাড়াবে। আট মে সকালের মধ্যে এটি নিম্নচাপ তৈরি করতে পারে বলে জানা গিয়েছে। তবে বাংলায় এর প্রভাব কতটা হবে, তা নিয়ে এখনই পরিষ্কার ভাবে কিছু জানা যায়নি।


আরও পড়ুন: Abhishek Banerjee: বালুরঘাট পুরসভা থেকেও অপসারিত প্রদীপ্তা চক্রবর্তী! দণ্ডিকাণ্ডে 'কড়া' অভিষেক


সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম 'মোকা' বা 'মোচা' রাখা হয়েছে ইয়েমেন নামের ক্রমতালিকা অনুযায়ী। লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়েমেনে 'মোকা' নামের একটি সমুদ্রবন্দর রয়েছে। সেই অনুসারেই নাম রাখা হয়েছে।


বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড়ের নামকরণের ক্ষেত্রে ১৩টি দেশের সুপারিশ লাগে। ভারত-সহ এই তালিকায় রয়েছে বাংলাদেশ, ইয়েমেন, কাতার, ইরান, মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)